স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। গ্রুপ-২’র ম্যাচে বুধবার দুই দলের লড়াই শুরু হবে দুপুর ২টায়। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই আলোচনা তুঙ্গে। যদিও দুই দলের সাম্প্রতিক পারফম্যান্স কিংবা অতীত রেকর্ড, সবকিছুতেই বেশ এগিয়ে ভারত।
তবুও বাংলাদেশকে সমীহ করছে ভারত। দলটির কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন বাংলাদেশের প্রতি তাদের পূর্ণ সম্মান রয়েছে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে, পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে। এছাড়াও উইন্ডিজের বিদায়, শ্রীলঙ্কার হার নামিবিয়ার বিপক্ষে এসব ঘটনা রয়েছে। সেই জায়গা থেকে বেশ সতর্ক ভারত কোচ।
দ্রাবিড় বলেন, ‘তাদেরকে (বাংলাদেশ) অনেক সম্মান করি। খুবই ভালো দল তারা। এই ফরম্যাট, এই বিশ্বকাপ আমাদেরকে দেখিয়ে দিয়েছে কোনো দলকেই সহজভাবে নিতে পারবেন না আপনি। আয়ারল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ যেমন। এমন কয়েকটা উদাহরণ আছে এবারের আসরে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা