নিজস্ব প্রতিবেদক:: বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো অস্ট্রেলিয়াকে। বাংলাদেশকে ৮ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত গড়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের শেষ চারে খেলবে আফগানরা।
বারবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করা আফগানিস্তান ৫ উইকেটে ১১৫ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ লিটনের ব্যাটে একাই লড়াই করেছে। তবে শেষ পর্যন্ত আর জিততে পারেনি। বৃষ্টি আইনে ৮ রানে জিতে ইতিহাস গড়েছে আফগানরা।
১১৬ রানের টার্গেটে খেলতে নামা বাংলাদেশের ওপেনার তানজীদ তামিম তিন বল খেলেও খুলতে পারেননি রানের খাতা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ১৭ রানের মাথায় শুন্য রানে সাজঘরে ফিরেন তিনি। তার বিদায়ের পর উইকেটে আসা অধিনায়ক শান্তও ফিরেন দ্রুত।
দলীয় ২৩ রানে, তৃতীয় ওভারের চতুর্থ বলে অধিনায়ককে হারায় টাইগাররা। ৫ বলে ৫ রান করেন শান্ত। তার বিদায়ের পর পরের বলেই উইকেটে আসা সাকিবও ডাক মারেন। প্রথম বলেই ফিরেন প্যাভেলিয়নে। ব্যাটারদের একের পর এক ব্যর্থতার দিনে লিটন এক প্রান্ত আগলে রেখে লড়াই করছিলেন।
৫৪ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন লিটন দাস। ৪৯ বলের ইনিংসে পাঁচ চার ও এক ছক্কা হাঁকান টাইগার ওপেনার। ১৪ রান করেন তাওহীদ হৃদয়। শেষ উইকেটে এলবিডাব্লিউ’র ফাঁদে পড়া মুস্তাফিজ রানের খাতা খুলতে পারেননি। লিটন, সৌম্য ও তাওহীদ হৃদয় ছাড়া এক অঙ্কের কোটা পেরুতে পারেনিন অন্য কেউ। শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় ১০৫ রানে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ ব্যাট করার কথা ছিলো ১৯ ওভার। ব্যাটিং ব্যর্থতায় তার আগেই অলআউট হয়ে যায় টাইগাররা।
আফগানিস্তানের হয়ে নাবীন ও রশিদ ৪টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তানকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। রানের চাকা খুব একটা সচল হতে দেয়নি টাইগাররা। ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইনিংসের ১১তম ওভারের চতুর্থ বলে। রিশাদের শিকারে পরিণত হওয়ার আগে ইব্রাহিম জর্দান ফিরেন ২৯ বলে ১৮ রান করে।
তিন চার ও এক ছক্কায় ৫৩ বলে ৪৩ রান রকেন আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ১২ বলে ১০ রান করেন ওমরজাই। ইনিংসের শেষ দিকে তিন ছক্কায় ১০ বলে ১৯ রান করে আফগানদের পূঁজিকে একশো ছাড়িয়ে নেন অধিনায়ক রশিদ খান। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানরা তামে ৫ উইকেটে ১১৫ রানে।
বাংলাদেশের হয়ে রিশাদ ৩টি, মুস্তাফিজ ও তাসকিন ১ করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post