বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

0
34

স্পোর্টস ডেস্কঃ হাংঝুতে এশিয়ান গেমসের ফাইনাল নিশ্চিতে ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত। শুক্রবার সকালে ঋতুরাজ গায়কোয়াডের দল ৯ উইকেটের বড় জয় পেয়েছে। সেমিফাইনালে আগে ব্যাট করে ধুঁকতে থাকা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে পুঁজি পায় মাত্র ৯৬ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে দশম ওভারে জয় তোলে নেয় ভারত। জায়গা করে এশিয়ান গেমসে আরেকটি স্বর্ণ পদক জয়ের দৌড়ে।

এই হারে এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ জয়ের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। সাইফ হাসানরা শনিবার লড়বেন ব্রোঞ্জ পদকের জন্য। নিগার সুলতানা জ্যোতিদের মতো ছেলেরাও শেষ চারে ভারতে কাটা পড়েছে। যার অনেকটা দায় ব্যাটারদের। জিয়েজাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে আজ সকালে হালকা বৃষ্টি ঝরেছে। মাঠ ভেজা থাকায় নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পর শুরু হয় ম্যাচ।

টস ভাগ্যে ভারতের অধিনায়ক ঋতুরাজ শুরুতে বোলিং নেন। স্পিন ট্র্যাকে মাহমুদুল জয় (৫), সাইফ হাসান (১) ও জাকির হাসান (০) ব্যর্থ হন। এর আগে দুই ওপেনারের অবিচ্ছিন্ন জুটিতে আসে ১৮ রান। এরপরই উইকেট পতন শুরু হয় বাংলাদেশের। তিলক বার্মার বলে আউট হওয়ার আগে পারভেজ ইমন করেন ৩২ বলে ২৩ রান। ১৭তম ওভারের আগে বাংলাদেশ একটি চারও মারতে পারেনি।

১৭তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে রকিবুল হাসান ২টি চার মারেন। ওই দুটি চারই হয় বাংলাদেশের ইনিংসে। ছক্কা হয় ৪টি। তার দুটি মারেন ইমন। একটি ছক্কা হাঁকান জাকের আলী অনিক। এই উইকেটকিপার ব্যাটারের ব্যাটেই মূলত মান রক্ষার পুঁজি পায় টাইগাররা। একপ্রান্ত আগলে ২৯ বল খেলে ২৪ রান করেন অনিক। রকিবুল ৬ বলে ১৪ রান করে ফিরেন।

জবাব দিতে নেমে ভারতের ইনিংসের শুরুটা হয়েছিল অবশ্য বিনা রানেই উইকেট হারিয়ে। প্রথম ওভারের চতুর্থ বলেই রিপন মন্ডলের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। বাংলাদেশকে এটি খানিকটা আশার সঞ্চার করলেও এরপরই হতাশার পর্ব। গায়কোয়াড ও তিলক ভার্মা দুর্দান্ত ব্যাটিং করেন। ২৬ বলে ৫৫ রানের ইনিংসে ৬ টি ছক্কা ও দুই চার ছিল তিলকের। তাকে সঙ্গ দেওয়া অধিনায়ক গায়কোয়া ৪০ রানের ইনিংসে তিন ছক্কা আর চারটি চার। বাংলাদেশের বোলাররা ছিলেন তাদের কাছে রীতিমতো অসহায়। ম্যাচটি সমাপ্তির যেন ছিল শুধুই সময়ের অপেক্ষা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here