বাংলাদেশকে হারিয়ে দেওয়া জ্যাক বল জানালেন- মিরপুরের দর্শকরা অসাধারণ

0
35

স্পোর্টস ডেস্ক: জিততে থাকা বাংলাদেশকে হারের পথটা তিনিই দেখিয়ে দিয়ে ছিলেন। ইংল্যান্ডের অভিষিক্ত বোলার যখন সাকিবকে আউট করে ইমরুল-সাকিবের জুটি ভাঙান তখনি ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। সাকিবকে সাজঘরে পাঠানোর পরপরই মোসাদ্দেককে শুন্য রানে আউট করে হেট্টিকের সম্ভাবনা জাগিয়ে ছিলেন জ্যাক বল।

সেই বল এবার প্রশংসা করলেন মিরপুরের ভরা গ্যালারীকে। স্বাগতিক দর্শকদের আচরণে মুগ্ধ জ্যাক বল জানালেন- মিরপুরের দর্শকরা সত্যিই অসাধারণ।

নটিংহ্যামশেয়ারের তরুন পেসার জ্যাক বল পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন। লর্ডস টেস্টে স্বাগতিক ইংল্যান্ড হারলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।

অপেক্ষা ছিল রঙ্গিন পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের। ২৫ বছর বয়সী বলকে বেশিদিন অপেক্ষা করতে হল না। বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়ে দীর্ঘদেহী নটস পেসার জ্যাক বল সুযোগটা দু’হাত ভরেই নিলেন।

মিরপুরের অচেনা কন্ডিশনে নিজের দ্বিতীয় স্পেলে এসে রীতিমত আগুন ঝরালেন তিনি। ভয়ঙ্কর সাকিব আল হাসান ও ইমরুল কায়েসের ব্যাটে যখন বাংলাদেশের জয়, ঠিক তখনি ম্যাচ সেরা পারফর্মেন্স দিলেন তিনি।

সাকিবকে শর্ট মিড উইকেটে থামিয়ে একে একে বাংলাদেশি নিচু সারির ব্যাটসম্যানদের কাঁদিয়ে অভিষেকেই পাঁচ উইকেট তুলে নেন তিনি।

সেই সাথে হারা ম্যাচ জিতিয়ে ‘হিরো’ বনে যান রাতারাতি। নিজের পারফর্মেন্সে উচ্ছ্বসিত বল জানিয়েছেন,

‘অভিষেকটা ভুলবার নয়। আমি দলে এসে নিজের সামর্থ্যের প্রমান রাখতে চেয়েছিলাম। আমি সেটা করতে সফল হয়েছে।’

অভিষেকে তৃতীয় ইংলিশ বোলার হিসেবে পাঁচ উইকেট শিকার করার গৌরব অর্জন করা জ্যাক বল জানিয়েছেন মিরপুরকে তার মনে থাকবে অনেকদিন।

প্রথম ওয়ানডেতে মিরপুরের দর্শকদের দেয়া অভিজ্ঞতা কখনই হয় নি বলে জানান জ্যাক বল। বললেন, ‘দর্শকরা অবিশ্বাস্য ছিল, এমন অভিজ্ঞতা আমার আমি আগে কখনো হয়নি। মুহূর্ত গুলো উপভোগ করেছি আমি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here