নিজস্ব প্রতিবেদকঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ঐতিহাসিক সিরিজে হোয়াইটওয়াশ লজ্জায় ডুবল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হেরছে নিগার সুলতানা জ্যোতির দল। বুধবার মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগ্রেসদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারাল অজি নারী দল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৬.২ ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ১৮.৩ ওভারে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এ দিন স্বাগতিকরা স্কোরবোর্ডে রান তোলার আগেই উইকেট হারাতে শুরু করে। সোবহানা মোস্তারির বদলে একাদশে জায়গা পাওয়া সুমাইয়া আক্তার রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এরপরেই বাকিরা আসা-যাওয়ার মিছিলে নাম লেখান।
দলীয় ৮ রানে আরেক ওপেনার ফারজানা হকও বিদায় নেন। ৩২ রানের মধ্যে ৫ উইকেট পড়ে বাংলাদেশের। ৬৩ রানে দলটি হারায় নবম উইকেট। শেষ উইকেট জুটিতে মারুফা আক্তার ও সুলতানা খাতুন ২২ বলে ২৬ রান করলে দলীয় সংগ্রহ ৮৯ রানে গিয়ে দাঁড়ায়। এটিই লাল-সবুজের প্রতিনিধিদের সর্বোচ্চ রানের জুটি ছিল। অস্ট্রেলিয়ার পক্ষে কিম গার্থ ও অ্যাশলে গার্ডনার নেন ৩টি করে উইকেট। ২টি করে পেয়েছেন এলিস পেরি ও সোফি মলিনিউ।
মামুলি রান তাড়ায় সাবলীল শুরু পায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যালিসা হিলি আর পহবি লিচফিল্ড মিলে ৮ ওভারে তুলেন ৪৩ রান। ১২ করা লিচফিল্ডকে আউট করে প্রথম উইকেট নেন সুলতানা খাতুন। হিলি চালিয়ে যান। দলকে অর্ধশতক পার করে রাবেয়া খাতুনের লেগ স্পিনে এলবিডব্লিউতে কাবু হয়ে থামেন তিনি। তবে তাতে ম্যাচে কোন প্রভাব ছিলো না। বোলিংয়ে ২ উইকেট নেওয়া পেরি ব্যাট হাতেও রাখেন অবদান। বেথ মুনিকে নিয়ে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে ম্যাচ শেষ করে দেন তিনি। পেরি অপরাজিত ছিলেন ২৮ বলে ২৭ রানে। মুনি করেন ২২ বলে ২১ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post