বাংলাদেশকে ১০৩ রানের লক্ষ্য দিল ভারতের মেয়েরা

0
66

নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত নারী দল। মিরপুরের হোম অব ক্রিকেটে শেষ টি-টোয়েন্টিতে ফের একবার বাংলাদেশ নিজেদের বোলিং নৈপুণ্য দেখিয়েছে। ভারতকে ১০২ রানের মধ্যে বেঁধে ফেলেছে টাইগ্রেসরা।

মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রানের বেশি করতে পারেনি ভারত। দলের পক্ষে অধিনায়ক হরমনপ্রীত কৌর ৪১ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪০ রান করেন। ৪ বাউন্ডারিতে ২৮ রান আসে জেমিমাহ রদ্রিগেজের ব্যাট থেকে। এই দুজনের বাইরে আর কেউ বলার মতো রান করতে পারেননি।

বাংলাদেশের হয়ে রাবেয়া খান দারুণ বোলিং করেছেন। ৪ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। এর বাইরে সুলতানা খাতুন ২টি, নাহিদা, ফাহিমা ও স্বর্ণা ১টি করে উইকেট লাভ করেন।

১০৩ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশের মেয়েরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here