নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ যুবাদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানের যুবারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াস যুব ওয়ানডেতে পাত্তাই পায়নি স্বাগতিক কিশোররা।
আগে ব্যাট করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৬৫ রান তুলতে পারে। জবাবে ব্যাট করতে নামা সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল আজান আইস ও শাহজিব খানের জোড়া ফিফটিতে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংলে ধীরলয়ে রান তুলতে থাকে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৫ রানে থামে দলটি। ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেন মাহফুজুর রাব্বি। ব্যাট হাতে তিনিই কেবল লড়াই করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার সাদিক। ১৯ রান করেন শেখ পারভেজ। ১৫ রান আসে ওয়াসি সিদ্দিকের ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে আমির হাসান একাই শিকার করেছেন ৫ উইকেটে।
১৬৬ রানের টার্গেটে খেলতে নামা পাকিস্তান দু্ই ওপেনার আজান আইস ও শাহজিব খানের জোড়া ফিফটিতে ৩৭.২ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। সর্বোচ্চ ৮৩ রান করেন শাহজিব খান। ১১৭ বলের ইনিংসে সাত চার ও তিন ছক্কা হাঁকান তিনি। ছয় চার ও এক ছয়ে ১০০ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন আজান আইস। ৩ রানে অপরাজিত থেকে তার সঙ্গী হন সামিউল হাসান।
বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন মাহফুজুর রাব্বি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০