স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ। আফগানদের বিপক্ষে টাইগারদের বাঁচা-মরার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে। জিতলে পরের পর্বে যাওয়ার আশা বেঁচে থাকবে। আর হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায়। এমন সমীকরণ নিয়ে মাঠে নামছে সাকিব আল হাসানের দল। অন্যদিকে প্রতিপক্ষ চাপমুক্ত আফগানিস্তান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আফগানিস্তানের বোলিং আক্রমণ। রশিদ খান-মুজিব উর রহমানদের সেরা মানলেও তাদের বিপক্ষে সেরা ক্রিকেট খেলার আশায় টাইগার কোচ চান্দিকা হাথুরুসিংহে। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান এই সাবেক ক্রিকেটার জানান, তাঁর চোখে বিশ্বের ‘অন্যতম সেরা’ হলো আফগানিস্তানের স্পিন অ্যাটাক।
হাথুরুসিংহে বলেন, ‘আফগানিস্তান বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। এটা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা ওদের বিপক্ষে কিছুদিন আগেই খেলেছি। আমাদের খেলোয়াড়েরা কিছু সাফল্যও পেয়েছে। তবে ম্যাচের দিন কে কেমন খেলে তার ওপর অনেক কিছু নির্ভর করবে। দুজন সত্যিকারের বিশ্বমানের স্পিনার ও দারুণ পেসার আছে ওদের। আমরা ওদের বিপক্ষে সম্প্রতি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছি। আমরা জানি ওরা কী করতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০