বাংলাদেশের উপর ক্ষোভ প্রকাশ করলেন শহীদ আফ্রিদী

0
108

স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপ ইস্যুতে বাংলাদেশের উপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদী। জানিয়েছেন, টাইগার ক্রিকেটারদের ফিটনেসও খুব একটা ভালো নয়। মূলত এশিয়া কাপ বাংলাদেশ সংযুক্ত আরব-আমিরাতে খেলতে রাজি না হওয়াই তার এই ক্ষোভের কারণ।

আগামি এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তুু ভারত সাফ জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে খেলতে যাবে না। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি হাইব্রীড মডেলের এশিয়া কাপের প্রস্তাব দেয়। যাতে বলা হয় অন্য দেশগুলো পাকিস্তানে গিয়ে খেলবে। ভারতের ম্যাচসহ কিছু ম্যাচ সংযুক্ত আরব-আমিরাতে হবে।

ভারতও পাকিস্তানের এই হাইব্রীড মডেলে রাজি হয়নি। সঙ্গে রাজি হয়নি বাংলাদেশ ও শ্রীলঙ্কাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দেয়, সেপ্টেম্বরে তীব্র গরমে আরব-আমিরাতে খেলবে না। বিশ্বকাপের আগে ৫০ ওভারের ম্যাচ এতো গরমে খেলা সম্ভব না। খেলোয়াড়দের ইনজুরির প্রবণতা বাড়বে।

এরপরই পাকিস্তানের সাবেক ক্রিকেটার আফ্রিদী ক্ষোভ ঝাড়েন। পেশাদার ক্রিকেটারদের আবহাওয়া দেখে খেলা উচিত নয, এতে করে তাদের ফিটনেসের ঘাটতি ধরা পড়ে মন্তব্য করে পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে আফ্রিদী বলেন, , ‘পেশাদার ক্রিকেটাররা আবহাওয়া দেখে খেলে না। আমাদের সকাল ১০টায় শারজাহতে ম্যাচ খেলতে হয়েছে। আমরা বাউন্ডারি লাইনে দাঁড়ালে ক্লান্ত হয়ে যেতাম। খুব গরম ছিল তখন। এটা থাকবেই। কিন্তু সেটা দিয়ে বোঝা যায়, আপনার ফিটনেস কোন লেভেলের। আমিরাতে প্রচণ্ড গরম, এভাবে বলে তো অজুহাত দেওয়াই যায়।’

তীব্র গরমে সংযুক্ত আরব-আমিরাতে খেলা সম্ভভ নয় জানিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, ‘আমাদের সামনে বিশ্বকাপ আছে। আমাদের ক্রিকেটারদের চোটের ব্যাপারে চিন্তাভাবনা করেই আমরা চাচ্ছিলাম না যে ৫০ ওভারের ম্যাচ দুবাইতে খেলতে। যদি ২০ ওভারের টি-টোয়েন্টি ম্যাচ হত সেটা ঠিক ছিল। ৫০ ওভারের ম্যাচ আমরা খেলতে চাচ্ছি না সেখানে, সেটা আমরা জানিয়ে দিয়েছি আগেই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here