বাংলাদেশের উল্লাস নিয়ে ‘বিরক্ত’ বাটলার যা বললেন…

0
28

স্পোর্টস ডেস্ক: দলের ভীষন গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছেন জস বাটলার। তাকে আউট করতে পেরে উল্লাসে মেতে ছিলো বাংলাদেশ। যা মোটেই সহ্য হয়নি বাটলারের। এনিয়ে মাঠে হয়েছে বিবাদ, ম্যাচ শেষেও হয়েছে বিবাদ। এরপর এ নিয়ে মুখ খোললেন জস বাটলার। জানালেন বাংলাদেশের উল্লাস মোটেই তার পছন্দ হয়নি।

ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক জস বাটলার তর্কের কারণ ব্যাখ্যা করলেন। তিনি জানালেন নিজের উইকেট হারানোর পর বাংলাদেশের উল্লাস মোটেও পছন্দ হয়নি তার। আর এই জন্যই তর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।

তিনি বলেন, “আমি তাদের উল্লাসে একটু বিরক্তবোধ করেছিলাম। ওই সময় আমার উইকেট হারানো একদমই উচিৎ হয়নি আর যখন তাদের উল্লাস দেখলাম আমি একটু বিরক্তবোধ করেছি। হ্যাঁ এটি অবশ্যই একটি আবেগপ্রবন খেলা, কিন্তু এভাবে উল্লাস করাটাও উচিৎ নয়।”

তিনি আরও বলেন, “মাত্র একদিনের বিরতিতে আমরা নিজেদের খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারিনি। সামনের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমরা সিরিজটি ২-০তে এগিয়ে নিতে চেয়েছিলাম কিন্তু সেটি হলো না। আমাদের কিছু ত্রুটি ছিল। তবে কারোর প্রতি আমার অভিযোগ নেই।”

মাশরাফির প্রশংসা করে বাটলার বলেন, “সে অসাধারণ ব্যাটিং করেছে। প্রয়োজনীয় সময়ে সে দলের হয়ে কিছু রান করেছে যা তাদের এগিয়ে নিয়ে গিয়েছে।”

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here