স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
আর সেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই নিয়ে আসরে খেলা চার ম্যাচেই টস জিতেছেন টাইগার অধিনায়ক। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল। অবশ্য টস জিতলেও ব্যাটিংই নিতেন তিনি।
এই ম্যাচে বাংলাদেশ নিজেদের একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। সবশেষ চলতি বছর ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা পান নাসুম। এরপর আর ওয়ানডে খেলেননি তিনি। অবশেষে ওয়ানডের একাদশে ফিরলেন বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচে।
নাসুমের অন্তর্ভুক্তির কারণে একাদশ থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। এই ম্যাচেও যথারীতি জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। আলোচনা থাকলেও, একাদশে সুযোগ পাননি এনামুল হক বিজয়।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
Discussion about this post