নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ শুরু হবে বিকাল ৩টায়। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের হয়েছে ম্যাচের টস।
সাগরিকায় সেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল।
এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে চমক থাকবে, সেটা আন্দাজ করা যাচ্ছিল বেশ। সেই চমক প্রথম ম্যাচেই দেখা গেল। টি-টোয়েন্টিতে অভিষেক করানো হয়েছে তৌহিদ হৃদয়কে। বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামছেন তিনি।
এছাড়া দীর্ঘ প্রায় ৮ বছর পর আবারও বাংলাদেশের একাদশে ফিরেছেন রনি তালুকদার। এর বাইরে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারিও। দেড় বছর পর টাইগারদের একাদশে জায়গা করে নিলেন তিনি। এই তিনজনই মূলত সবশেষ বিপিএলে পারফর্ম করে জায়গা করে নিয়েছেন একাদশে। সাকিব আল হাসান ব্যতীত দেশের অন্য কোনো সিনিয়র নেই। তারুণ্যনির্ভর এক একাদশের দেখা মিলছে তাই ইংলিশদের বিপক্ষে।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোর্ফ্রা আর্চার ও মার্ক উড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post