বাংলাদেশের এমন পারফরম্যান্স বিরক্তিকর- আকাশ চোপড়া

0
24

স্পোর্টস ডেস্কঃ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শক্তিশালী এই চার দলের বিপক্ষে লড়াই করতে পারেনি সাকিব আল হাসানের দল। প্রতিটাতেই হেরেছে বড় ব্যবধানে। সর্বশেষ গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১৪৯ রানে।

বাংলাদেশের মতো একটি দল, যারা কিনা দুই দশক ধরে টেস্ট ক্রিকেট খেলছে, তাদের এমন পারফর্ম করতে দেখে বিরক্ত ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় সাকিব-তাসকিনদের নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছে।

আকাশ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দুনিয়ার অন্যতম ‘আন্ডারপারফর্মিং দল। তাদের সমর্থকরা অনেক আবেগ নিয়ে খেলা দেখে, তাদের প্রশংসা করতেই হবে। কিন্তু দুই দশক আগে টেস্ট খেলার যোগ্য হওয়া একটি দলের কাছ থেকে এমন পারফরম্যান্স বিরক্তিকর।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here