স্পোর্টস ডেস্ক:: নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই, সাউথ আফ্রিকা আর সবশেষ পাকিস্তান। বিদেশের মাটিতে বাংলাদের পেসাররা ম্যাচ জেতাচ্ছেন, দুর্দান্ত বোলিং করছেন।বিদেশের মাটিতে লাল সবুজ পতাকা উড়াচ্ছেন পেসাররা, টাইগার ক্রিকেটে এমন দিন বছর কয়েক আগেও কল্পনা করা যেতো না। আর এখন তা বাস্তবে রূপ দিচ্ছেন পেসাররা। রীতিমতো পেস বিপ্লব চলছে লাল সবুজ ক্রিকেটে।
বাংলাদেশের পেসারদের এমন দুর্দান্ত দিন আগে কখনো দেখেননি বোর্ড সভাপতি ফারুক আহমদ। তিনি মুগ্ধ এমন পারফরম্যান্সে। তাসকিন, শরিফুল-ইবাদত থেকে শুরু করে নাহিদ রানা, হাসান মাহমুদরা বল হাতে আলো ছড়াচ্ছেন, টাইগার ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছে পেস ডিপার্টম্যান্ট।
সম্প্রতি বোর্ড সভাপতি ফারুক আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের সবচেয়ে রোমাঞ্চকর জিনিস হচ্ছে পেস বোলিং। আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনও দেখিনি, আমার লাইফটাইমে, সাম্প্রতিক সময়েও। আমার মনে হয় এই একটা বিভাগ স্পিনে আমরা জানি আমাদের স্ট্রেন্থ ভালো কিন্তু পেস বোলিং অবিশ্বাস্য ছিল। আপনি পেসারদের উচ্চতা দেখুন, প্রত্যেকেই ৬ ফুট ৩ ইঞ্চির মতো। দ্রুতগতির বোলারদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’
উন্নতির ধারাবাহিকতা রেখে পারফরম্যান্সকে নির্দিষ্ট মানে নিয়ে যেতে হবে মন্তব্য করে বিসিবি সভাপতি ফারুক আহমদ বলেন, ‘আমার মনে হয় কী আপনারা, বাংলাদেশের মানুষ, আমরা সবাই খুব ভালো জানি আমাদের শক্তির জায়গায় কী। আমরা যে প্রতিনিয়ত উন্নতি করছি কিন্তু আমি সভাপতি এবং সাবেক ক্রিকেটার হিসেবে একটা কথা বলতে পারি, একটা-দুইটা জয়ের থেকে সবসময় বলে আসছি আমি আপনি যদি আপনার পারফরম্যান্সটা একটা নির্দিষ্ট মানে নিয়ে যেতে পারেন যেখান থেকে আপনি প্রতিনিয়ত জিতবেন।’
ভালো খেলায় গুরুত্ব দিতে হবে মন্তব্য করে তিনি আরো বলেন ‘একটা দল একটা শক্তির জায়গায় দাঁড়াবে যেমন করে আমাদের ওয়ানডেতে মানুষ মনে করে বাংলাদেশ একটা শক্তিশালী দল। যদিও গত বিশ্বকাপে (ওয়ানডে) আমরা আশানুরূপ খেলতে পারিনি। আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ। খেলায় তো হার-জিত আসবেই, এটা একটা পার্ট। আমরা সবাই জানি ভারতের শক্তির জায়গায় কী, আমাদের শক্তির জায়গা কী।’
এস্এনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০