বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ম্যাচ সেরা সিলেটের এবাদত

0
0

নিজস্ব প্রতিবকেদক:: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে তাকে রাখা নিয়ে অনেক সমালোচনা। অভিষেকের পর থেকেই সাদা পোশেক রঙিন হ‍য়ে উঠতে পারেননি এবাদত। পারফরম্যান্স থেকেছে মলিন। তাকে দলে রাখা নিয়েও আলোচনা-সমালোচনা হচ্ছিলো।

তবে এবাদত যেনো অপেক্ষা করছিলেন সব সমালোচনার জবাব দেওয়ার। সুযোগটাও পেলেন বড় মঞ্চে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষেই বল হাতে আগুনে বোলিং। বাংলাদেশ পেলো ঐতিহাসিক এক জয়। এবাদত হলেন সেই ম্যাচের জয়ের নায়ক।

বল হাতে এবাদত ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় ইনিংসে তার আগুনে বো‍লিংয়েই বাংলাদেশকে বেশি লক্ষ্য দিতে পারেনি স্বাগতিকরা। দুই ইনিংসে এবাদত ৩৯ ওভার বল করেছেন। ১২১ রান খরচায় শিকার করেছেন ৭টি উইকেট। ৯ ওভারে দেননি কোনো রান। তার মধ্যে ৬টি উইকেট এসেছে দ্বিতীয় ইনিংসে ২১ ওভার বল করে ৬ মেডেনে ৪৬ রানে শিকার করেন ৬টি উইকেট। প্রথম ইনিংসে ১৮ ওভার বল করে ৭৫ রানে শিকার করেন ১টি উইকেট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়েও দলটি দুইয়ে। তাদের বিপক্ষে তাদের মাঠে আগের ৩২ ম্যাচের একটিতে মিলেনি জয়। টেস্টে জয়তো বহু দূরের পথ ছিলো। সেই দূরের পথের ইতি ঘটিয়েছে বাংলাদেশ।

ঘরের মাঠে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। সাদা পোশাকের বিবর্ণ বাংলাদেশ দল ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে হয়ে উঠলো রঙিন এক দল। দাপুটে জয়ে ঘুরে দাঁড়ালো। সমালোচকদের কড়া একটা জবাবও দিলো।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো টেস্ট জয়ের স্বাদ মিলেনি টাইগারদের। এবার তাদের হারিয়ে সেই অপূূর্ণতা ঘুঁচালো টাইগাররা। ১৩০ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড অলআউট হয়েছে মাত্র ১৬৯ রানে। তাতে বাংলাদেশ টার্গেট পায় মাত্র ৪০ রান। ২ উইকেট হারিয়ে হেসে খেলে টপকে যায় লক্ষ্য।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here