স্পোর্টস ডেস্কঃ নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ সুপার এইট স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে আগে ব্যাট করছে বাংলাদেশ। বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্টে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভার রয়েসয়ে পার করে দিলেও দ্বিতীয় ওভারে উইকেট বিলিয়ে এসেছেন টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত।
নেদারল্যান্ডসের অফ স্পিনার আরিয়ান দত্তর দ্বিতীয় বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তিনে নেমে সুবিধা করতে পারেন নি লিটন দাসও। মাত্র ১ রান করে ফিরেন তিনি। আরিয়ানকে স্লগ সুইপ করতে গিয়েছিলেন লিটন। স্কয়ার লিগের দিক থেকে মিডউইকেটের দিকে ছুটে গিয়ে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন সিব্রান্ড এঙ্গেলব্রেখট। ২৩ রানে দ্বিতীয় উইকেট হারাল তারা, দুটিই নিলেন এঙ্গেলব্রেখট।
দ্রুত ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাকিব আল হাসান। তাঁকে দারুণ সঙ্গ দেন ওপেনার তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে বাংলাদেশ স্কোর বোর্ডে জমা করেছে ৫৪ রান। সাকিব ১৩ বলে খেলেছেন ২৫ রানের ইনিংস। তামিমের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৩ রান। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫৪ রান। এর আগে ওপেনার শান্ত ও তিনে নামা লিটন চরম ব্যর্থ হয়ে ফিরেছেন সাজঘরে।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাওড, ভিক্রাম সিং, সাইব্রান্ড এঙ্গেলব্রেশট, স্কট এডওয়ার্ডস, বাস ডে লেডে, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন ও ভিভিয়ান কিংমা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post