স্পোর্টস ডেস্কঃ অতীতে পাকিস্তানের বিপক্ষে কখনোই টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে তো কোনো জয়ই ছিল না টাইগারদের। কিন্তু নাজমুল হোসেন শান্তর দল রোববার পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি। প্রথম জয় তুলে নেয়ার পথে পাকিস্তানকে দিয়েছে বড় লজ্জা। টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে এই প্রথম ১০ উইকেটের হার দেখল তারা।
ঘরের মাঠে লজ্জার হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা বলছেন, পাকিস্তান পেসারদের আত্মবিশ্বাস এখন তলানিতে। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘দল নির্বাচনে তো সমস্যা আছে, স্পিনার ছাড়াই খেলতে নেমেছেন। আর ফাস্ট বোলিংয়ের যে সুনাম ছিল, সেটি তো শেষ, যেটি শুরু হয়েছে এশিয়া কাপ থেকেই। আত্মবিশ্বাসের ঘাটতি চলছে। ভারতের বিপক্ষে যে ম্যাচ ছিল, পেস–সহায়ক কন্ডিশনে মার খেয়েছিল। দুনিয়া বুঝে গেছে, এদের ওপর চড়াও হলে এরা সুনাম অনুযায়ী পারফর্ম করতে পারবে না। কারণ, এদের গতি কমে গেছে। তার ওপর স্কিল নেই ওই পর্যায়ের।’
এদিকে নিজের উত্তরসূরীদের এমন নাজুক অবস্থা দেখে শহীদ আফ্রিদি প্রশ্ন তুলেছেন স্বাগতিক দলের পরিকল্পনা ও একাদশ নির্বাচন নিয়ে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পিচের প্রস্তুতি নিয়ে পিসিবিরও কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক তিনি বলেন, ‘১০ উইকেটের হার এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, চার জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। একই সঙ্গে, টেস্ট জুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০