স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবল ধোলাইয়ের কারণে জাতির কাছে ক্ষমতা চাইতে হলো পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে। টেস্টে বাবর আজমের নেতৃত্বাধীন দলের টানা ব্যর্থতায় দায়িত্ব উঠে শান মাসুদের কাঁধে।
দায়িত্ব নিয়েই পাকিস্তান অধিনায়ক অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারেন। তবে খুব একটা সমালোচনা হয়নি। তবে ঘরের মাঠে বাংলাদেশের কাছে পরপর দুই টেস্টে হারায় সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি। সাবেক ক্রিকেটাররা একহাত নিচ্ছেন তাকে।
সমর্থকেরাও বেশ ক্ষুব্ধ। তাইতো সংবাদ সম্মেলনে এই সিরিজ হারের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে হয়েছে তাকে। শান মাসুদ বলেন, ‘আমরা জাতির কাছে ক্ষমা চাইছি। আমাদের সবার উদ্দেশ্য পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্য কাজ করা।’
এর আগে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় পায়নি কখনো। জিততে পারেনি একটি টেস্টও। তবে এবার পরপর দুই টেস্টেই পাকিস্তানকে হারিয়ে ইতিহাস বদলে দিয়েছে টাইগাররা।
স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর পরের টেস্টে বাংলাদেশের জিতেছে ৬ উইকেটে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০