স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ কার্যত শেষ বাংলাদেশের। সেমিফাইনালের সম্ভাবনা একরকম শেষ হয়ে যাওয়ায় প্রথম পর্বের বাকি তিন ম্যাচ এক অর্থে নিছক আনুষ্ঠানিকতা। তবে বাকি তিন ম্যাচেও জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ। কারণ বাকি তিন ম্যাচে ভালো করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় টাইগাররা। আজ সাকিব আল হাসানদের প্রতিপক্ষ পাকিস্তান। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল।
ক্রিকবাজে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পূর্ব আলোচনায় ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের ক্রিকেটাররা কি দলের জন্য খেলছে? ভন বলেন, ‘দলটার মধ্যে কিছু একটা ঠিক নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে তুলনামূলক ছোট লক্ষ্যে কাছাকাছি যেতে পারেনি, উইকেট একটু কঠিন ছিল। তবে নাটকীয় কিছু তো ছিল না। খেলোয়াড়েরা কি দলের জন্য খেলছে না, নাকি যে কৌশলে তারা খেলছে, সেটা কাজে লাগছে না। তারা একে অন্যের জন্য খেলছে না, এটা উদ্বেগের।’
ভন আরও বলেন, ‘বাংলাদেশ আমাকে হতাশ করেছে। দিনেশ কার্তিক আগে বলছিল, বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে সুনাম কুড়িয়েছিল, যার বেশির ভাগ অবশ্য এসেছে ঘরের মাঠের ধূলিমাখা উইকেটে সিরিজ জিতে। নেদারল্যান্ডসের বিপক্ষে হারা, ১৪২ রানে অলআউট হওয়া আসলে গ্রহণযোগ্য নয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post