স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে আজ নিজেদের শেষ ম্যাচে খেলেছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে লেবাননের বিপক্ষে ম্যাচটিতে ৪ গোল হজম করেছে হাবিয়ের কাবরেরার দল। প্রথমার্ধে ২ গোল হজম করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও হজম করে সমান গোল। তাতে বাছাইয়ের ‘আই’ গ্রুপের শেষ দল হিসেবে গ্রুপ প্রথম জয় পেয়েছে লেবানন।
গত সাফ চ্যাম্পিয়নশিপের পর চলতি জুন ধরে এই এক বছরে এ নিয়ে তৃতীয়বার লেবাননের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বেঙ্গালুরুর সাফে ২-০ গোলে হেরেছিলেন জামাল ভুইয়া-সাদ উদ্দিনরা। গত নভেম্বরে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাছাইয়ের প্রথম লেগের ম্যাচটি হয়েছিল ১-১ ড্র। বাছাইয়ে একমাত্র পয়েন্টও বাংলাদেশ পেয়েছিল ওই ড্র থেকে। আর শেষ পর্যন্ত ওই এক পয়েন্ট নিয়েই বাছাই শেষ করল লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে বাছাইয়ের দ্বিতীয় ধাপে ২০ গোল হজম করে মাত্র ১টি গোলই দিতে পেরেছে বাংলাদেশ। সেটি ঘরের মাঠে এই প্রতিপক্ষের সাথে। শেখ মোরসালিন ছিলেন সেই গোলদাতা।
মঙ্গলবার রাতে ফিফা র্যাঙ্কিংয়ে ৬৪ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের পাঁচ মিনিটেই লিড নেয় লেবানন। বাংলাদেশের ডিফেন্ডার শাকিল হোসেন বক্সে ফাউল করেন। মালয়েশিয়ান রেফারি রাইজাল পেনাল্টির বাঁশি বাজান। লেবাননের সিনিয়র ফুটবলার হাসান মার্তুক গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে আরো একটি গোল আদায় করে লেবানন। ডিফেন্সের দুর্বলতা কাজে লাগিয়ে নাদের মাতার বক্সে প্লেসিং করে বল জালে পাঠান। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ায় লেবানন। বক্সের ওপর থেকে দ্রুত ফ্রি কিক নেওয়ার পর আক্রমণে ওঠেন কারিম দারউচ। বাইলাইনের একটু ওপর থেকে তার আড়াআড়ি ক্রস গোলমুখে নিয়ন্ত্রণ নিয়ে টোকায় বল জালে পাঠান হাসান। ৬০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হাসান। দারুণ এই হ্যাটট্রিকে জাতীয় দলের হয়ে নিজের বিদায়ী ম্যাচ রাঙালেন লেবাননের অধিনায়ক। মাইলফলক স্পর্শ করার পর তাঁকে তুলে নেন লেবানন কোচ। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দেওয়া হাসান মাঠ ছাড়েন সতীর্থদের অভিনন্দনে সিক্ত হয়ে।
এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post