স্পোর্টস ডেস্ক: সাদা পোশাকে ক্রিকেটের ১৬টি বছর পার করে দিয়েছে বাংলাদেশ দল। ২০০০ সালের আজকের (১০ নভেম্বর) এই দিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট যাত্রা শুরু হয়েছিলো বাংলাদেশের।
এই ১৬ বছরে খুব বেশি টেস্ট ম্যাচ খেলো হয়নি বাংলাদেশের। টেস্টের তলানিতে থাকা বাংলাদেশ এখন পর্যন্ত ৯৫টি টেস্ট খেলেছে। এর মধ্যে জয় এসেছে আটটি ম্যাচে। ১৫টিতে ড্র করলেও হার মেনে নিতে হয়েছে ৭২টি ম্যাচে।
এই সময়ে সাফল্যেও এসেছে বেশ কয়েকটি। বদলে গেছে বাংলাদেশ দল। সাদা পোশাকে ইংল্যান্ডের মতো দলকেও হারাতে শিখেছে টাইগাররা। কদিন আগেই ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষ ১০৮ রানের জয় পেয়েছে মুশফিকুর রহিমের দল। এমন জয়ে বেড়েছে আত্মবিশ্বাসও। তাই তো টেস্ট অধিনায়ক মুশফিকের আশা আগামী দুই বছরেই টেস্টেও ভালো একটা অবস্থানে চলে যাবে বাংলাদেশ।
এরজন্য অবশ্য নিয়মিত টেস্ট খেলার পাশাপাশি বিদেশের মাটিতেও ভালো খেলার কথা বলছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘আমরা যদি নিয়মিত টেস্ট খেলি, আশা করছি দুই বছরের মধ্যে একটা ভাল অবস্থানে যেতে পারবো। আমাদের বেশি গুরুত্ব থাকবে যে আমরা ঘরের মাটিতে যেমন ধারাবাহিকভাবে ভাল খেলেছি তেমন করে যেন বাইরেও ভাল খেলতে পারি। আগামী বছর আমাদের ৯ থেকে ১০টা টেস্ট আছে যার মধ্যে বিদেশেই অধিকাংশ।’
১৬ বছরে মাত্র ৯৫টি টেস্ট খেলা নিয়ে মুশফিক বলেন, ‘বাংলাদেশ দল অবশ্যই আরও ভাল অবস্থায় থাকতে পারতো। আপনি যদি এক-দুই বছর পরপর একটা করে টেস্ট খেলেন এটা খুবই কঠিন। তো সর্বশেষ সিরিজটাতে আমরা যে পারফরম্যান্সটা করেছি আশা করব যে ভবিষ্যতে অন্তত টেস্ট ম্যাচ কিছুটা বেশি খেলা হবে।’
মুশফিকুর রহিম বলেন, ‘খেলাগুলোতে আমরা ভাল পারফরম্যান্স করতে পারলে বাংলাদেশ দল আরও এগিয়ে যাবে। আগের থেকে একটাই পার্থক্য যে বাংলাদেশ দলে এখন পারফরমারের সংখ্যা অনেক বেশি। যেটা আপনারা টেস্টেও দেখেছেন, অনেকে পারফর্ম করেছে। এটা একটা ভাল দিক।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০