বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত

0
124

নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে খেলতে পারবেন না এই সিরিজে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর। আসন্ন এই টেস্ট সিরিজের দল এখনও ঘোষণা করে নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে সাকিব ছাড়াও নিউজিল্যান্ড সিরিজে নেই লিটন দাস। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন তিনি।গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিটেক বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘লিটন দুই মাসের ছুটি চেয়েছিল। এক মাসের ছুটি দেয়া হয়েছে। সে পরিবারকে সময় দিতে চায়। যদিও প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। সে বারবার ছুটির কথা বলছিল। তাই ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্টে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক।’

এদিকে দ্বিতীয় টেস্টের শেষ দিন রাতেই (১১ ডিসেম্বর) নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। লিটন কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ফিরবেন। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৭ ডিসেম্বর ডানেডিনে হবে প্রথম ওয়ানডে। পরের দু’টি হবে নেলসন ও ন্যাপিয়ারে। এরপর দুই দল মাঠে নামবে টি-টোয়েন্টিতে।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, উইল ইয়াং, নিল ওয়েগনার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here