নিজস্ব প্রতিবেদকঃ চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তাঁর জায়গায় ডাকা হয়েছে তাওহিদ হৃদয়কে। বুধবার বিসিবির এক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে আগামীকাল দলের সাথে সিলেটে যোগ দেবেন হৃদয়।
ঘরোয়া ক্রিকেটের জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২০২৩ সালে জাতীয় দলে জায়গা করে নেন হৃদয়। টি-টোয়েন্টিতে থিতু হওয়ার পর ওয়ানডে দলেও জায়গা পান। সাদা বলে ধারাবাহিক ভালো করায় লাল বলের ক্রিকেটে বিবেচনা করা হলো তাঁকে। যদিও খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়নি হৃদয়ের।
১৪টি ম্যাচ খেলে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন হৃদয়। সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস খেলেছেন বগুড়ার এ ক্রিকেটার। তিনটি শতক আর চারটি অর্ধশতক করা হৃদয় এবার আন্তর্জাতিক মঞ্চে লাল বলের ক্রিকেট মাতানোর অপেক্ষায়। শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টেই অভিষেক হতে যেতে পারে তাঁর। আঙুলে চোট পাওয়া মুশফিকের জায়গায় টেস্ট দলে নেওয়া হয়েছে তাঁকে।
গত পরশু চট্টগ্রামে ৪ উইকেটে জেতা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় পেসার তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। সে সময় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের শরণাপন্ন হন তিনি। চোট যে হালকা ছিল না সেটা তখনই আঁচ করা গিয়েছিল। বেশ কিছুক্ষণ তার মধ্যে অস্বস্তি দেখা যায়। যদিও প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার কিপিং করেন তিনি।
এরপর পুরো ৫০ ওভার কিপিং করে আবার ব্যাট হাতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। ৩৬ বলে তিনি অপরাজিত থাকেন ৩৭ রান করে। এ সময় অবশ্য খুব একটা অস্বস্তি দেখা যায়নি তার মধ্যে। সিরিজ উদযাপনেও ছিলেন সবচেয়ে প্রাণবন্ত। ম্যাচশেষে তাকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। কিন্তু একদিন না যেতেই আসে দুঃসংবাদ। স্ক্যানে মুশফিকের আঙুলে ধরা পড়েছে চিড়। যেটা থেকে সেরে উঠতে লাগবে প্রায় এক মাস। ফলে টেস্ট সিরিজে কোনভাবেই খেলা সম্ভব নয় তার পক্ষে। সিলেটে আগামী ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৩০ মার্চ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post