বাংলাদেশের দাবি সত্য, কোহলি শতভাগ ফেক ফিল্ডিং করেছেঃ আকাশ

0
87

স্পোর্টস ডেস্কঃ ভারত-বাংলাদেশ ম্যাচ শেষ হয়েছে। তবে আলোচনা-সমালোচনা শেষ হচ্ছে না। বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্কের রেশ রয়ে গেছে এখনও। তবে সব কিছুকে ছাড়িয়ে গেছে বিরাট কোহলির ‘ফেক ফিল্ডিং’। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সময় বল হাতে না থাকা স্বত্ত্বে কোহলি ফিল্ডিংয়ের অভিনয় করেছেন।

নিয়ম অনুযায়ী বাংলাদেশ পেতে পারতো ৫ রান পেনাল্টি, সেই ডেলিভারি ডেড বলও গণ্য হতো। যে সময় এই ঘটনা ঘটেছে ক্রিজে থাকা বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত অভিযোগ করলেও পাত্তা দেননি অনফিল্ড আম্পায়াররা। শুধুমাত্র শান্তই নন, ডাগআউটে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম ও অধিনায়ক সাকিব আল হাসানও এই নিয়ে অভিযোগ করেন।

সুযোগ ছিল রিভিউ করারও। তবে আম্পায়াররা দেখেননি বলে এড়িয়ে গেছেন পুরো বিষয়টি। অথচ পরবর্তীতে ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, আম্পায়ারের চোখের সামনেই কোহলি ‘ফেক ফিল্ডিং’ করেছেন। ম্যাচে বাংলাদেশ ৫ রানে হারের পর পেনাল্টির ওই ৫ রান নিয়েই শোরগোল ক্রিকেট পাড়ায়। বাংলাদেশি সমর্থকদের এই নিয়ে অভিযোগ বেশি। এছাড়া অন্যান্য দেশ এবং বিশ্ব মিডিয়াতেও আলোচনার কেন্দ্রে চলে আসে বিষয়টি।

এবার সেই নিয়ে কথা বললেন আকাশ চোপড়া। ভার‍তীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক জানিয়েছেন, বাংলাদেশের করা এই অভিযোগ সত্য। বিরাট কোহলি শতভাগ ফেক ফিল্ডিং করেছেন। সেক্ষেত্রে ভারতের পাঁচ রানের জরিমানা হতে পারতো। তবে আম্পায়ার বিষয়টি দেখেননি। তাই এই নিয়ে কিছু করারও নেই। তবে এসব ক্ষেত্রে ভারত দলকে আরও সতর্ক হতে বলেছেন তিনি।

আকাশ চোপড়া বলেন, ‘ওটা শতভাগ ফেক ফিল্ডিং ছিল। কোহলি বল হাতে না নিয়েও, থ্রো করার ভঙ্গি করেছিল। ব্যাটারকে ধোঁকা দেয়ার উদ্দেশ্য নিয়ে ফেক থ্রু করুক আর না করুক, যেহেতু সে ওরকম ভঙ্গি করেছে, সেটা ফেক ফিল্ডিংই হবে। ক্রিজে থাকা দুই ব্যাটারের রান নেয়াতে কোনো সমস্যা হয়নি, তবুও এটা ফেক ফিল্ডিংই ছিল। আমাদের ভাগ্য ভালো যে আম্পায়ার দেখেনি। নাহলে নিশ্চিতভাবে পেনাল্টি হিসেবে ভারতের ৫ রান কাটা যেত। সাথে আমরা ম্যাচও হারতে পারতাম।

আকাশ আরও বলেন, ‘বাংলাদেশের অভিযোগ সত্য। তারা সঠিক বিষয় নিয়েই প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু সমস্যা হলো আম্পায়াররা নজর দেয়নি এই ঘটনার দিকে। এই ইস্যু নিয়ে তাই এখানেই কথা বন্ধ করে দেওয়া উচিৎ।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here