স্পোর্টস ডেস্কঃ ইমার্জিং এশিয়া কাপের সেমি ফাইনালে লড়ছে বাংলাদেশ ও ভারত। দুই দলের লড়াইয়ে আগে ব্যাট করে ২১১ রানে গুঁটিয়ে গেছে ভারত। বাংলাদেশের দারুণ বোলিংয়ে শুরু থেকেই আঁটসাঁট ব্যাটিং করছিল দলটি। শেষের দিকে অধিনায়ক যশ ধুলের লড়াকু ফিফটিতে কোনোমতে দুইশ পার করেছে দলটি।
ফাইনাল যেতে হলে বাংলাদেশকে করতে হবে ২১২ রান। মাঝারি লক্ষ্য সাইফ হাসানের দলের সামনে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধীর-স্থিরভাবে খেলতে থাকে ভারত। তবে ৮ ওভার স্থায়ী ২৯ রানের উদ্বোধনী জুটি ভাঙতেই বিপদে পড়ে দলটি। ধীর গতিতে রান তুলে এগিয়ে যেতে হয় দলটি। একটা সময় দলীয় একশ পূরণের আগে ৪ ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে দল।
এরপর ছোট ছোট জুটি গড়ে উইকেট হারাতে থাকে ভারত। শেষ দিকে অধিনায়ক যশ ধুল এক প্রান্ত আগলে রাখলে দলটি সম্মানজনক লড়াকূ এক পুঁজি পায়। ৪৯.১ ওভারে ২১১ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে ৮৫ বলে ৬ বাউন্ডারিতে ৬৬ রানের ইনিংস খেলেন ধুল। ৩৪ রান আসে ওপেনার অভিষেক শর্মার ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে শেখ মেহেদী, রাকিবুল হাসান ও তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা