প্রধান কোচ হয়ে আবারও বাংলাদেশে আসছেন হাথুরুসিংহে

0
73

নিজস্ব প্রতিবেদকঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো এবার। প্রধান কোচ হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে লঙ্কান এই কোচকে। ২০২৩ সালের ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হবে চুক্তির মেয়াদ। আর সেই চুক্তি চলবে আগামী ২০২৫ সালের জানুয়ারির শেষ পর্যন্ত। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে।

নতুন করে কোচিংয়ের দায়িত্ব পেয়ে হাথুরুসিংহে বলেন, ‘এটা আমার জন্য সম্মানের যে, আমি আবারও বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার সু্যোগ পেয়েছি। আমি বাংলাদেশের মানুষ ও সেই দেশের সংস্কৃতিকে অনেক ভালোবাসি। আমি আবারও ক্রিকেটারদের সাথে কাজ করতে মুখিয়ে আছি, একইসাথে অর্জনের আনন্দ উপভোগ করতে চাইছি।’

হাথুরুসিংহেকে কোচ করা প্রসঙ্গে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন বলেন,  ‘বাংলাদেশের ক্রিকেটে চন্ডিকার অভিজ্ঞতা ও জ্ঞান তার জন্য বাড়তি পাওনা হিসেবে কাজ করবে। তিনি একজন পরীক্ষিত ট্যাকটিশিয়ান এবং তার ইমপ্যাক্ট আমরা প্রথম এসাইনমেন্টে পাব বলেই আশা করি।’

হাথুরুসিংহে নিয়োগ পেলেন রাসেল ডোমিঙ্গোর জায়গায়। এর আগে নিজের প্রথম মেয়াদে অনেক সাফল্য পেয়েছেন তিনি। ৫৪ বছর বয়সী এই কোচের অধীনেই প্রথমবারের মতো পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর বাইরে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে সেরা অর্জন কোয়ার্টার ফাইনালে খেলা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জেতার কীর্তিও গড়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here