নিজস্ব প্রতিবেদক:: আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ পেয়ে গেলো নবম ভেন্যু। সিলেট ক্রিকেট গ্রাউন্ড দুই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্যাচ দিয়ে পা দিলো বিশ্ব ক্রিকেট। আন্তর্জাতিক ওমেন্স টি-২০’র ১২৩৯ নম্বর ম্যাচ দিয়ে অভিষেক হলো সিলেটের দ্বিতীয় মাঠের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ২০১৪ সালেই পেয়েছিলো আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি। দেশের অষ্টম ক্রিকেট ভেন্যুর স্বীকৃতি পেয়েছিলো সিলেটের এই মাঠটি। এর ৮ বছর পর পাশের মাঠটিও হয়ে গেলো আন্তর্জাতিক। নারীদের এশিয়া কাপ দিয়েই বিশ্ব ক্রিকেটে সিলেটের দ্বিতীয় এই ভেন্যুর পথচলা শুরু হলো।
এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শনিবার সকালে সিলেট ক্রিকেট গ্রাউন্ডের যাত্রা শুরু হয়। মাঠটিতে থাকছে গ্রীণ গ্যালারি। সেন্টার ৯ উইকেটের পাশাপাশি দুই পাশে চারটি করে আটটি প্রেকটিস উইকেট।
আন্তর্জাতিক মানের ড্রেসিংরুম থেকে শুরু সব কিছুই আছে গ্রাউন্ড দুইতে। তবে বাকী শুধু প্রেসবক্সের কাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রাউন্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছে। তবে আইসিসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। কিন্তুু আইসিসির সিদ্ধান্তের আগেই আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হয়ে গেলো সিলেটের এই মাঠে। সেই সঙ্গে গ্রাউন্ড দিয়ে জায়গা করে নিলো বিশ্ব ক্রিকেটেও।
নারীদের এশিয়া কাপ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। এশিয়া কাপের প্রথম পাঁচ দিন খেলা হবে সিলেট গ্রাউন্ড দুইতে। এরপরই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনালসহ বাকী ম্যাচগুলো।
১৯৯৫ সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম দিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হয়। সেই বঙ্গবন্ধু থেকে পরবর্তীতে ক্রিকেট সরে আসে। সেটি এখন হোম অব ফুটবল। সেটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ১৯৮৮ সালে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম দেশের দ্বিতীয় আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পায়।
২০০৬ সালে দেশের তিনটি স্টেডিয়াম আন্তর্জাতিক স্বীকৃতি পায়। তৃতীয় ভেন্যু হিসেবে ওই বছর আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করে বগুড়ার শহীদ চান্দুু স্টেডিয়াম। চতুর্থ ক্রিকেট স্টেডিয়ামের স্বীকৃতি পায় নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। পঞ্চম মাঠ হিসেবে অভিষেক হয় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের। ওই বছরই ষষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে যাত্রা করে মিরপুরের অব ক্রিকেট। একই বছর আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পায় চট্টগ্রামের দ্বিতীয় ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দীর্ঘদিন পর ২০১৪ সালে দেশের অষ্টম ভেন্যু হিসেবে যাত্রা শুরু করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তার আট বছর পর দেশের নবম এবং সিলেটের দ্বিতীয় ভেন্যুর যাত্রা শুরু হলো গ্রাউন্ড দুই দিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০