স্পোর্টস ডেস্কঃ সেন্ট লুসিয়ায় দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ৭০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। পেসার খালেদ আহমেদ ও শরিফুল ইসলামরা প্রথম সেশনে বেশ দাপট দেখিয়েছিলেন। তবে আগের সেশনের মোমেন্টাম ধরে রাখতে পারলেন না বোলাররা। চা বিরতির আগে লিড নিয়েছে উইন্ডিজ।
দিনের দ্বিতীয় সেশনে ৩০ ওভারে কোনো উইকেট না হারিয়ে উইন্ডিজ ১১১ রান করে। স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২৪৮ রান। বাংলাদেশের ২৩৪ রান টপকে লিড দেয় ১৪ রানের। কাইল মায়ার্স ৬০ ও ব্ল্যাকউড ৪০ রানে অপরাজিত আছেন। তাদের অবিচ্ছিন্ন শতরানের জুটিতে আবার ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে ক্যারিবিয়ানরা।
প্রথম দিন বাংলাদেশকে ২৩৪ রানে গুটিয়ে উইন্ডিজ এগিয়ে গেছে ১৪ রানে। সাতটি চার ও একটি ছক্কায় দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরিও তুলে নিয়েছেন মায়ার্স। এবাদতের বলে চার মেরে ৭৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার।