স্পোর্টস ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের পতাকাকে নিউজিল্যান্ডের পতাকা বানিয়ে দিয়েছে। শুধু বাংলাদেশেরই নয়, শ্রীলঙ্কা-ইংল্যান্ডসহ বেশ কয়েকটি পতাকাকে নিয়ে ভুল করেছে আইসিসি।
সুপার টুয়েলভের গ্রুপ-১’র পয়েন্ট টেবিল গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সেখানেই এমন গুরুতর ভুল হয়েছে। এক দেশের নামের পাশে বসিয়ে দিয়েছে অন্য দেশের পতাকা।
নিউজিল্যান্ডের নামের পাশে বসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পতাকা। ভারতের পতাকার পাশে লেখা শ্রীলঙ্কার নাম। জিম্বাবুয়ের পতাকার পাশে লেখা আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার পতাকার পাশে ইংল্যান্ডের নাম লেখা ছিল।
যদিও আইসিসি ভুল বুঝতে পরে কিছু সময় পরই সেই পোস্ট মুছে ফেলে। তবে এনিয়ে আলোচনা-সমালোচনা চলছে। নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আইসিসির সেই ভুলে ভরা পোস্টটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০