স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরের প্রথম দিনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি। বাবর আজমদের বিপক্ষে আজকের ম্যাচে টাইগার একাদশে নিশ্চিত আসছে পরিবর্তন। চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন পরীক্ষিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এদিকে দলে যোগ দিয়েছেন ওপেনার লিটন দাস।
পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তন আসছে, তা একপ্রকার নিশ্চিত। সেক্ষেত্রে আফগানিস্তান ম্যাচে ওপেনার হিসেবে খেলা মেহেদি হাসান মিরাজ নিচে ব্যাটিংয়ে নামবেন। লিটন দাসের সাথে নাঈম শেখ থাকছেন ওপেনার হিসেবে। তিনে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে। চারে সাকিব আর পাঁচে মুশফিক অনেকটাই নিশ্চিত। ছয়ে আফিফ হোসেন এবং সাতে দেখা যেতে পারে মিরাজকে।
আটে থাকতে পারেন শামীম পাটোয়ারী। এরপর টাইগারদের তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। এ ম্যাচেও একাদশে জায়গা হবে না মুস্তাফিজুর রহমানের। এদিকে ম্যাচের আগেরদিনই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে বসিয়ে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে একাদশে নিয়েছে তারা।
এদিকে নিজেদের খেলা সবশেষ ম্যাচে (ভারতের বিপক্ষে) ব্যাটিং করার সুযোগ পায়নি পাকিস্তান। তাই ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আনেনি তারা। আগের ম্যাচের যারা ছিলেন তাদের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ওপেনিংয়ে ফখর জামানের সাথে ইমাম উল হক থাকবেন। তিনে অধিনায়ক বাবর আজম। এরপর রিজওয়ান-ইফতিখার-সালমান আলীরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, লিটন দাস, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০