স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি ক্রিকেটে মোটেও ভালো সময় যাচ্ছে না বাংলাদেশ দলের। টানা হারের বৃত্তে আছে দল। দেশে-বিদেশে পারম্যান্সের অবস্থা নাজেহাল। একটা ভালো কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টায় লড়ছে টাইগাররা। ভালো কিছুর অপেক্ষায় দলটি। সেই জায়গায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ বড় আশার জায়গা বাংলাদেশের জন্য।
বাংলাদেশের সাম্প্রতিক পারম্যান্সে হতাশা প্রকাশ করেছেন ভারতের সাবকে তারকা ক্রিকেটার অনিল কুম্বলে। তবে এই কিংবদন্তির আশা টাইগাররা ভালো কিছুই উপহার দিবে। সাকিব আল হাসানের দলের ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে বিশ্বকাপকে দেখছেন তিনি।
ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউতে কুম্বলে বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ ভালো খেলছে না। এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজগুলোতে তারা ভালো খেলতে পারেনি। আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ ভালো করুক। তাদের জন্য ভালো একটি সুযোগ এটি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা