স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুণ এক রেকর্ড গড়লেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। শনিবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১০ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন বাঁহাতি এই পেসার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৬ উইকেট নিলেন তিনি।
টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার ৫ বা এর বেশি উইকেট পেলেন মুস্তাফিজ। এই কীর্তি গড়া দ্বিতীয় বাংলাদেশি বোলার তিনি। প্রথম জন সাকিব আল হাসান। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে আগের সেরা বোলিং ছিল ইলিয়াস সানির। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনে। আজ মুস্তাফিজের বোলিং স্পেল ছিল ৪-১-১০-৬! আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে ষষ্ঠ সেরা বোলিং করলেন তিনি।
এদিকে আজ রেকর্ড গড়েছেন রিশাদ হোসেনও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে ইকোনমিকাল বোলিংয়ের রেকর্ড গড়েছেন তিনি। এর আগে ৪ ওভারে সর্বনিম্ন ৮ রান দিয়েছিলেন মাহমুদউল্লাহ, ২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে। রিশাদ আজ ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে শিকার করেছেন ১ উইকেট। এদিকে মুস্তাফিজ-রিশাদের রেকর্ডময় ম্যাচে আগে ব্যাট করা যুক্তরাষ্ট্র স্কোর বোর্ডে জমা করেছে মাত্র ১০৪ রান। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ-রিশাদ ছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান ও তানজিম হাসান সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post