বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল ঘোষণা, নেই রশিদ

0
130

স্পোর্টস ডেস্কঃ রশিদ খানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল ঘোষণা। আগামী ১৪ জুন মিরপুরে হবে একমাত্র টেস্ট ম্যাচটি। সেই টেস্টের জন্য হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান।

কি কারণে রশিদকে রাখা হয়নি তা নিশ্চিত করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শুধু রশিদ নয়, বাংলাদেশের বিপক্ষে খেলা সেই টেস্ট দলের স্পিনার মুজিব উর রহমানকেও রাখেনি তারা।

স্পিনে আফগানদের ভরসা আমির হামজা হোতাক, ইজারুল্লাহক নাভিদ ও জাহির খান। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ৩ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন এখনও অভিষেক না হওয়া লেগ স্পিনার ইজারুল্লাহ। পেস বোলিংয়ে ইয়ামিন আহমাদজাইয়ের সঙ্গে করিম জানাত, নিসাম মাসৌদ এবং ইব্রাহিম আব্দুল রাহিমজাই।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসৌদ।

রিজার্ভ: জিয়া উর রহমান আকবর, নুর আলি জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমেদ শিরজাদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here