স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই সফরের জন্য আজ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশে চার দিনের ম্যাচের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা।
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সাদা পোশাকের ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ওয়ানডে সিরিজের প্রথম দু’টিও হবে সেখানে। এরপর দু’দল পাড়ি জমাবে রাজশাহীতে। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের বাকী ৩ ওয়ানডে খেলবে তারা। সবশেষ একই ভেন্যুতে হবে টি-টোয়েন্টি ম্যাচটি।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: সাদ বাগ, আলী আসফান্ড, আহমেদ হোসেন, আইমাল খান, আমির হোসেন, আরাফাত মিনহাস, আযান আওয়াইজ, হামজা নওয়াজ, মোহাম্মদ ইবতিসাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তাহির, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, ওবাইদ শহিদ, সাজ্জাদ আলী, শাহজাইব খান, শ্যামল হোসেন ও ওয়াহাজ রিয়াজ।
রিজার্ভ: আবিদুল্লাহ, ইকরামুল তারিন, মুহাম্মদ জুলকিফাল।
পাকিস্তানের বাংলাদশ সফরের সূচি:
৩০ এপ্রিল- ৩ মে – চার দিনের ম্যাচ; চট্টগ্রাম
৬ মে – ১ম ওয়ানডে ম্যাচ; চট্টগ্রাম
৮ মে – ২য় ওয়ানডে ম্যাচ; চট্টগ্রাম
১১ মে – ৩য় ওয়ানডে ম্যাচ; রাজশাহী
১৩ মে – ৪র্থ ওয়ানডে ম্যাচ; রাজশাহী
১৫ মে – ৫ম ওয়ানডে ম্যাচ; রাজশাহী
১৭ মে – একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ; রাজশাহী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০