স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। টি-২০ দলে খুব একটা পরিবর্তন আনেনি স্বাগতিকরা। চোটের জন্য দলে নেই টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।
টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের দলটাই থাকছে বাংলাদেশের বিপক্ষেও। চাতারা ও মুজারাবানি টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব খেলার সময় চোটে পড়ে ছিলেন। ফলে তারা টাইগারদের বিপক্ষে স্কোয়াডে নেই। প্রায় ছয় বছর বিশ্বকাপের বাছাই পর্ব উতরে মূল পর্বে জায়গা করে নিয়েছে দলটি।
এবার বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে বিশ্বকাপের মূল পর্বের প্রস্তুুতি শুরু করবে দলটি। টাইগারদের বিপক্ষে সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে নিয়াউচিরকে। এছাড়া আর তেমন কোনো পরিবর্তন নেই স্বাগতিকদের স্কোয়াডে। বিশ্বকাপ চলাকালে চোটে পড়া চাতারা ও মুজারাবানির বদলে হিসেবে দলে সুযোগ পান টনি মুনিয়োঙ্গা ও টাকানা চিভাঙ্গাকে। টাইগারদের বিপক্ষে সিরিজেও তারা দলে আছেন।
জিম্বাবুয়ে দল:: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেজিস চাকাভা, রায়ান বার্ল, চিভাঙ্গা টানাকা, লুক জঙ্গোয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাহদেহেভের, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাদাকাদজা, টনি মুনিওঙ্গা, রিচার্জ এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০