স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা-মরার ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলকে আগে ব্যাট করতে হবে। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করা বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে হলে আজ জিততেই হবে।
নিউজিল্যান্ড একাদশে পরিবর্তন এনেছে। বাংলাদেশ দলও নিজেদের একাদশে পরিবর্তন এনেছে। দুই দলই একাদশ পরিবর্তন করে নেমেছে ময়দানি লড়াইয়ে। টাইগার একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসিসির বৈশ্বিক আসরে অভিষেক হচ্ছে গতির ঝড় তোলা পেসার নাহিদ রানার। বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানজীম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ:: তানজীদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনীক, রিশাদ হোসেন, তাসকিন আহমদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ:: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (ডাব্লু), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ওউরকে।