স্পোর্টস ডেস্ক:: দীর্ঘ দিন পর টেস্টে ফিরছেন বিরাট কোহলি। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি। এবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দলে ফিরছেন তিনি।
ভারতের ব্যাটিং তারকা ‘ডাবল’ সেঞ্চুরি দিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ফিরবেন বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তিনি জানিয়েছেন, কোহলি টাইগারদের বিপক্ষে ‘ডাবল’ সেঞ্চুরি করবেনই।
বাংলাদেশের বিপক্ষে খেলা ছয়টি টেস্টের সর্বশেষ ম্যাচে ডাবল সেঞ্চুরি আছে বিরাট কোহলির। টাইগার বিপক্ষে ৯ ইনিংসে ৫৪.৬২ গড়ে ৪৩৭ রান করেন তিনি। ২০১৭ সালে হায়দরাবাদ টেস্টে ২০৪ রান করেন তিনি।
আগামি ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারত সফরে যাবে। ১৯ সেপ্টেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। চেন্নাইয়ে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর শুরু হবে কানপুরে।
এ বছরের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছেন কোহলি। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন তিনি। তবুও বাসিতের বিশ্বাস আসন্ন এই সিরিজে কোহলির রান উৎসব করেন। তিনি বলেন, ‘ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না। শ্রীলঙ্কা সিরিজে সে ভালো পারফর্ম করেনি। কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনারা বড় সেঞ্চুরি দেখবেন। ১১০ কিংবা ১১৫ নয়, ২০০ রানের ইনিংসও দেখতে পারেন তার কাছ থেকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০