স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের ফাইনালিস্ট ভারত নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নামছে বাংলাদেশের বিপক্ষে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে।
এই ম্যাচে ভারত অনেকটা দ্বিতীয় সারির একাদশ মাঠে নামিয়েছে। বড় তারকাদের বিশ্রাম দিয়েছে দলটি। ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি খেলছেন না বাংলাদেশের বিপক্ষে। নেই জসপ্রিম বুমরাহও।
বাংলাদেশ দলও একাদশে বেশ পরিবর্তন এনেছে। নাঈম শেখ বাদ পড়েছেন। বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ও হাসান মাহমুদকে। প্রথমবার এশিয়া কাপে সুযোগ পেলেন এনামুল হক বিজয়। একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। অভিষেক হয়েছে এই তরুণ পেসারের।
ভারতীয় দলও একাদশে অনেক পরিবর্তন এনেছে। তিলক বার্মার অভিষেক হয়েছে। একাদশে সুযোগ পেয়েছেন অক্ষর প্যাটেল, প্রসিদ্ধ কৃষ্ণারা।
বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post