নিজস্ব প্রতিবেদকঃ দুই ওপেনারের ব্যাটে উড়ছে আফগানিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে জুটির রেকর্ড গড়েছেন আফগানদের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। বাংলাদেশের বোলারদের কোনো সুযোগই দিচ্ছেন না তারা। ইতোমধ্যে সেঞ্চুরির দেখা পেয়েছেন গুরবাজ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪৮ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন গুরবাজ। এবার সেঞ্চুরি ঠিক ১০০ বলে করলেন। দারুণ এই ইনিংস খেলতে তাঁর ব্যাট থেকে আসে ৮ চারের সঙ্গে ছক্কা ৬টি। ক্যারিয়ারে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি, দ্বিতীয় বাংলাদেশের বিপক্ষে। গত বছর এই মাঠেই প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গুরবাজ।
এদিকে গুরবাজের সঙ্গী ইব্রাহিমও হাঁকিয়েছেন ফিফটি। ৭৫ বল খেলে ফিফটি করেছেন তিনি। দুই ওপেনারের দারুণ শুরুর সুবাদে বড় সংগ্রহের পথে এগোচ্ছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৯০ রান।
এদিকে বাংলাদেশর বিপক্ষে আফগানিস্তানের সেঞ্চুরি এখন দুটি। দুটিই এলো গুরবাজের ব্যাট থেকে। গত বছর চট্টগ্রামেই সিরিজের শেষ ম্যাচে ম্যাচ জেতানো অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন গুরবাজ ও ইব্রাহিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০