স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৩ সদস্যের দলে কেন উইলিয়ামসনকে ফিরিয়েছে তাসমান সাগরপাড়ের দেশটি। গত বছর আইপিএলের পরে ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন তিনি। কিন্তু চোট তাকে আবারও মাঠের বাইরে যেতে বাধ্য করে। এবার চোট কাটিয়ে অধিনায়ক হিসেবেই ফিরলেন তিনি।
এদিকে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হলেও টি-টোয়েন্টিতে ফিরছেন নিউজিল্যান্ডের নিয়মিত ক্রিকেটারদের কয়েকজন। টিম সাউদি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপসরা আছেন ঘোষিত দলে। কিউইদের দলে নতুন মুখ নেই কোনো। বরং আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকিয়ে পরীক্ষিতদের প্রস্তুতিতেই জোর দিয়েছে তারা। তারই অংশ হিসেবে নিয়মিতদের ফিরিয়েছে কিউইরা।
চোটের কারণে নেই মিচেল ব্রেসওয়েল ও লকি ফার্গুসন। এই দুজন গোড়ালির চোটে ভুগছেন। ম্যাট হেনরি পিঠের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না। হেনরি শিপলি রয়েছেন পিঠের চোটে। তাই তাদের ছাড়াই মাঠে নামতে হচ্ছে কিউইদের। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ট্রেন্ট বোল্ট ওয়ানডের মতো খেলবেন না টি-টোয়েন্টি সিরিজেও।
ওয়ানডে সিরিজ শেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ২৭ ডিসেম্বর নেপিয়ারে। পরের দুই ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে ২৯ ও ৩১ ডিসেম্বর।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল- কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post