স্পোর্টস ডেস্কঃ বৃষ্টি বাঁধায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পুরোটা খেলা হয় নি শ্রীলঙ্কা ও বাংলাদেশ নারী দলের। তিন ম্যাচের দু’টিই ভেস্তে গেছে বৃষ্টির কারণে। এবার মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি সিরিজ। মঙ্গলবার সিংহলজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশের বিপক্ষে আজ আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রান করেছে শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করতে নেমে হারশিতা সামারাউইক্রামার ৪৫ ও চামিরা আত্তাপাতুর ৩৮ রানের সুবাদে মাঝারি পুঁজি দাঁড় করায় লঙ্কানরা। ৪৪ বলে ৫ চারে ৪৫ রান করেন হারশিদা। অধিনায়ক আত্তাপাতু খেলেন ২ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৩৮ রানের ইনিংস।
নিলাকশি দে সিলভা করেন ২৮ বলে ২৯। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়েছেন তিনি। ১টি করে উইকেট নিয়েছেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রাবেয়া খান। ১৪৬ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০