স্পোর্টস ডেস্কঃ গত আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে আইপিএলের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাঁটুর লিগামেন্টে চোট পান কেন উইলিয়ামসন। এরপর অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। যে কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে তিনি। তাতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তাঁর খেলাও পড়ে গেছে চরম অনিশ্চয়তায়।
তবে স্বস্তির খবর হলো দীর্ঘদিন পর অনুশীলনে ফিরেছেন উইলিয়ামসন। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘নেটে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। কিছু বলও খেলে দেখলাম।’ এদিকে আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড।
বাংলাদেশ সিরিজ দিয়ে ফেরার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন ডানহাতি ব্যাটার উইলিয়ামসন। তিনি জানান, সেরে ওঠার পথে ধীরলয়ে এগোতে চান। সেপ্টেম্বরের শুরুতে ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। এরপর ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে তাসমান সাগরপাড়ের দেশটি।
বাংলাদেশ সিরিজ দিয়ে ফেরা প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘বিষয়টি জটিল- শুরু করতে হবে ছোট ছোট লক্ষ্য ঠিক করে। সেরে ওঠার ওপরও অনেক কিছু নির্ভর করছে। স্ট্রেংথ নিয়ে, মুভমেন্ট নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে কাজ করা যায় কিন্তু সবার আগে সেরে উঠতে হবে। সেই সময় আসার আগে অনেক কিছুরই পর্যবেক্ষণ করতে হবে। সবকিছু বিবেচনায় তাই সিরিজটি (বাংলাদেশের বিপক্ষে) বেশ তাড়াহুড়া হয়ে যায়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post