স্পোর্টস ডেস্কঃ ডিসেম্বরের শুরুতে বাংলাদেশ সফরে আসছে ভারত দল। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি। আগামী ৪ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। পরবর্তীতে ৭ ও ১০ ডিসেম্বর সিরিজের বাকি দুই ওয়ানডে খেলবে দুই দল।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। তবে সাদা বলের পাশাপাশি লাল বলের সিরিজেও থাকছেন না ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের দলে রাখা হয় তাঁকে। চোট কাটিয়ে যথাসময়ে সেরে উঠতে না পারায় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
গত ৩১ আগস্ট শেষবার জাতীয় দলে খেলেন জাদেজা। তারপরই পড়েন ডান হাঁটুর চোটে। এই চোটের কারণে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। বাংলাদেশ সিরিজে ফেরার সুযোগ ছিল তার। তবে সেটিও আর হলো না।
২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল ভারত। মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে সিরিজে টাইগাররা জয় পেয়েছিল ২-১ ব্যবধানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০