স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল। এর আগে সেই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল দেশটি। ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। ডাকা হয়েছে নতুন এক মুখ।
রাজা ছাড়াও এই দলে আছেন ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানির মতো পরিক্ষীত ক্রিকেটাররা। দলে ফিরেছেন মারুমানি ও ফারাজ আকরাম। অভিষেকের অপেক্ষায় আছেন জনাথন ক্যাম্পবেল।
আগামী ৩ মে থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ ও ৭ মে একই মাঠে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। সেই ম্যাচগুলো হবে যথাক্রমে ১০ এবং ১২ মে।
জিম্বাবুয়ের ১৫ সদস্যের দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট , রায়ান বার্ল, জনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনসলে এন্ডলভু, রিচার্ড এনরাভা ও শন উইলিয়ামস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post