বাংলাদেশের বিপক্ষে রান পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা

0
12

স্পোর্টস ডেস্কঃ কুইন্টন ডি কক ও হেইনরিখ ক্লাসেন ঝড়ে রান পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ শুরুটা ভালো পেলেও ডি কক-এইডেন মার্করাম জুটিতে বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। মুম্বাইয়ে নির্ধারিত ওভারে ৩৮২ রান করেছে তারা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৫ চার এবং ৭ ছয়ে ১৪০ বলে ১৭৪ রান করেছেন ডি কক। দারুণ এই ইনিংস খেলার পথে একাধিক রেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটার। এর আগে টস হেরে বল করতে নেমে ৩৬ রানে দক্ষিণ আফ্রিকার দুই উইকেট তুলে নেন বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম ও স্পিনার মেহেদী মিরাজ। ওপেনার রেজা হেনড্রিকস (১২) ও র‍্যাসি ফন ডার ডুসেন (১) ব্যর্থ হয়ে ফেরেন।

ওই ধাক্কা দারুণ দক্ষতায় সামলে নেন ওপেনার ডি কক ও চারে নামা অধিনায়ক মার্করাম। তারা ১৩১ রানের জুটি গড়েন। মার্করাম ৬৯ বলে সাতটি চারের শটে ৬০ রান করলে ওই জুটি ভাঙে। সাকিবের বল শট খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। পরে ডি কক ও হেইনরিখ ক্লাসেন ১৪২ রানের জুটি দলকে বিশাল রানের পথে তুলে নেন।

ওপেনার ডি কক সাজঘরে ফিরে যাওয়ার আগে খেলেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ১৭৪ রানের ইনিংস। ১৪০ বল খেলে ১৫টি চার ও সাতটি ছক্কায় ওই রান তোলেন ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়ে বিশ্বকাপে আসা এই বাঁ-হাতি ওপেনার। শেষে ঝড় তোলা ক্লাসেন ৪৯ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। তিনি আটটি চার ও দুটি ছক্কা মারেন।

ডেভিড মিলার ১৫ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৪ রান তোলেন। বাংলাদেশের দুই বাঁ-হাতি পেসার ৯ ওভার করে হাত ঘুরিয়ে ৭৬ করে রান দিয়েছেন। হাসান মাহমুদ ৬ ওভারে ৬৭ রান খেয়ে নিয়েছেন দুই উইকেট। সাকিব ৯ ওভার হাত ঘুরিয়ে ৬৯ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। নতুন বল হাতে নেওয়া মেহেদী মিরাজ ৯ ওভারে ৪৪ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। নাসুম ৫ ওভারে ২৭ রান দিয়ে থাকেন উইকেট শূন্য।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here