স্পোর্টস ডেস্ক:: এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটা এলো বাংলাদেশের বিপক্ষেও। প্রোটিয়া ব্যাটার রাইলী রুশো নিজেও প্রথম বিশ্বকাপ সেঞ্চুরিও তুলে নিয়েছেন। বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ছাড়ছেন রুশো-ডি কক।
রুশো সেঞ্চুরি করে অপরাজিত থাকলেও ফিরেছেন কুইন্টন ডি কক। আফিফের শিকারে সাজঘরে ফেরার আগে প্রোটিয়া এই ব্যাটার ৬৩ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন। ৩৮ বলে সাত চার ও তিন ছক্কায় সাজিয়েছেন ঝড়ো ইনিংসটি। ১৫তম ওভারের তৃতীয় বলে দলীয় ১৭০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় টেম্বা বাভুমার দল।
টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশী বোলারদের উপর। রাইলী রুশো টি-২০ ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ ও দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৫২ বলে সাত চার ও সাত ছক্কায় শতকের ইনিংসটি সাজিয়েছেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ১৬.৫ ওভার শেষে দুই উইকেটে ১৮৩ রান।১০০ রানে রুশো ও ২ রানে মার্কারাম অপরাজিত আছেন।
ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ একমাত্র সাফল্যটি পেয়েছিলো ইনিংসের শুরুতে। প্রথমবারের শেষ বলে তাসকিনের শিকারে স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমা ফিরে যান মাত্র ২ রান করে। এরপর থেকেই প্রোটিয়ারা চড়াও হন বাংলাদেশের উপর।