বাংলাদেশের বিপক্ষে রুশোর সেঞ্চুরিতে অবদান আছে বিপিএলেরও

0
119

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারের দেখা পেয়েছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। যদি আরেকটু স্পষ্ট করে বলা যায়, এক রাইলি রুশোর বিপক্ষেই হেরেছে দল। ম্যাচে ৫৬ বলে ৭ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রুশো। চলতি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি এটি।

রুশোর একার রানও করতে পারেনি পুরো বাংলাদেশ। মাত্র ১০১ রানে গুঁটিয়ে গেছে সাকিব আল হাসানের দল। রুশোর এমন অসাধারণ ইনিংসের পেছনে কাজ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অভিজ্ঞতা। বিপিএলে তিনটি মৌসুমে খেলার অভিজ্ঞতা রয়েছে রুশোর। এর মধ্যে ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমে টানা দুই বার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। উপমহাদেশে খেলে সেই দেশগুলোর ক্রিকেটারদের সম্পর্কে জানাশোনা তাই বেশ ভালো। সেই সুবিধাই কাজে লাগিয়েই সফল তিনি।

রুশো বলেন, ‘আমার মনে হয়, এটা প্রমাণ করেছি। কারণ, উপমহাদেশে অনেক খেলেছি আমি। পাকিস্তান, বাংলাদেশ, এমনকি দুবাইয়ে। গত কয়েক বছরে আমার খেলার উন্নতি হয়েছে। এখন আমি আরও বেশি স্বচ্ছন্দ আগের চেয়ে।’

বিপিএল প্রসঙ্গে রুশো বলেছেন, ‘অবশ্যই সহায়তা করেছে। কয়বার খেলেছি? তিনবার। যদি ঠিকঠাক মনে করতে পারি, দুবার আমি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলাম। এদের অনেকের সঙ্গে ও বিপক্ষে অনেক খেলেছি আমি। ফলে (তাদের বিপক্ষে) কী আসছে, সেটি একেবারে অজানা ছিল না আমার। আমি বলব, অবশ্যই আজকের ম্যাচে সহায়তা করেছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here