বাংলাদেশের বিপক্ষে হারটা ভারতের জন্য একটা সতর্কবার্তা

0
19

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা-ভারত। বাংলাদেশ সময় রোববার বিকেল ৩ঃ৩০ ঘটিকায় শুরু হওয়ার কথা রয়েছে এই ফাইনাল। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে সতর্ক করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারতের সেই হারকে টেনে আনলেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘আমরা ধারণা করতে পারিনি বাংলাদেশের কাছে ভারত হারবে। কিন্তু তারা হেরেছে। এটা লজ্জাজনক হার। পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরেছে এবং এখন তারা এশিয়া কাপের বাইরে। এটা আরও বড় লজ্জা। ভারত তো অন্তত ফাইনাল খেলছে। তারা সব হারায়নি। বাংলাদেশের বিপক্ষে হারটা তাদের জন্য একটা সতর্কবার্তা ছিল। তাদের উচিত ফাইনালে জয় নিশ্চিত করা। কিন্তু এর জন্য তাদের অনেক ভালো খেলতে হবে।’

এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। রোহিত শর্মা-বিরাট কোহলিরা ফেবারিট হলেও লঙ্কানদের  ইতিহাসটাও বেশ সমৃদ্ধ। ১৬ আসরের ১২টিতে ফাইনাল খেলেছে দ্বীপ দেশটি। বিপরীতে ১০বার ফাইনাল খেলেছে ভারত। ফাইনালে নবমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে এই দু’দল।

ফাইনালে ভারত জিততে চায়। অন্তত বিশ্বকাপের আগে জয়ের ধারাবিহকতা চান ভারতীয় ওপেনার শুভমান গিল। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে ম্যাচ জয়ের ধারাবাহিকতা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। এক বা দুই ম্যাচ হারলেও মোমেন্টাম ধরে রাখা জরুরি। আর সেজন্যই এই মুহূর্তে এশিয়া কাপের ফাইনাল জেতাটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এদিকে ফাইনালের আগে দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা। দাসুন শানাকার দল মাহিশ থিকসানাকে পাবে না ফাইনালে। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক স্পিনার শাহান আরাচচিগে। অন্যদিকে ভারত ফাইনালে পাবে না অক্ষর প্যাটেলকে। তাই ভারতীয় স্কোয়াডে ডাকা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here