নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশের মেয়েরা। প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে তৃতীয় ম্যাচে মাঠে নেমে ধাক্কা খেলো টাইগ্রেসরা। সফরকারীদের বিপক্ষে প্রথমবার সিরিজ জিতলেও হোয়াইটওয়াশ করার স্বপ্ন এ দফায় পূরণ হলো না নিগার সুলতানাদের। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের মেয়েরা হেরেছে ৩১ রানে।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩২ রান করে পাকিস্তান। জয়ের জন্য ১৩৩ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। সাদিয়া ইকবালের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন ৪ রান করা সুমাইয়া আক্তার।
তিনে নামা সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন শামীমা সুলতানা। তারা দুজনে মিলে ভালো শুরু করলেও জুটি বড় করতে দেননি নাশরা সান্ধু । ১৯ বলে ১৭ রান করা সোবহানা ফিরিয়েছেন তিনি। চারে নেমে সুবিধা করতে পারেননি নিগার সুলতানা জ্যোতি।
নিদা রশিদের বলে লেগ বিফোর উইকেট হয়ে ফিরেছেন ৩ রান করা বাংলাদেশের অধিনায়ক। স্বর্ণা আক্তার, রিতু মনি কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। এক প্রান্ত আগলে রাখলেও ২৬ রানের বেশি করতে পারেননি শামীমা। ডানহাতি এই ওপেনারকে ফিরিয়েছেন উম্মে হানি।
শেষ দিকে শরিফা খাতুনের ১৮ এবং রাবেয়া খানের অপরাজিত ১১ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। বাংলাদেশ থামে ১০১ রানে। পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল এবং আলিয়া রিয়াজ। এর আগে ব্যাট করতে নেমে তৃতীয় উইকেট জুটিতে ১০৬ রান যোগ করেন পাকিস্তানের মুনিবা আলী ও বিসমাহ মারুফ।
আউট হওয়ার আগে ৪৯ বলে ৮ চারে ৬১ রানের দারুণ একটা ইনিংস খেলেন মুনিবা। বিসমাহ ৪৯ বলে ২ চারে ৪৮ রানব করেন। অধিনায়ক নিদা দার ৯ ও নাতালিয়া পারভেজ ৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে ফারিহা তৃষ্ণা ৪ ওভারে ২১ রানে ২ উইকেট শিকার করেন। নাহিদা ২১ রান ও মেঘলা ৩৪ রান খরচ করে ১টি করে উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০