নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে খুব বেশি চমক নেই। তবে নেতৃত্বের বাটনে চমক দিয়েছে বিসিবি। অধিনায়কের সাথে সহ-অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।
নাজমুল হোসেন শান্তই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপে। আর তাসকিন আহমেদকে করা হয়েছে সহ-অধিনায়ক। ইনজুরি শঙ্কায় যার বিশ্বকাপে যাওয়া নিয়েই ছিল সংশয়, সেই তাসকিন এবার বিশ্বকাপে নেতৃত্বের প্যানেলে থাকছেন। যা চমকেরই বটে।
১৫ সদস্যের দলে নাম নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তাকে টপকে দলে জায়গা করে নিয়েছেন তানজিম হাসান সাকিব। সাইফুদ্দিনকে রিজার্ভ ক্রিকেটারের তালিকায়ও রাখা হয়নি বিশ্বকাপে। দুই জন রিজার্ভ ক্রিকেটার রাখা হয়েছে। তারা হলেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।
বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামও তানজিম হাসান সাকিব।
ট্র্যাভেল রিজার্ভঃ হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post